• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বর্ণ চোরাচালান মামলায় দুই যুবকের যাবজ্জীবন

  যশোর প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩
যাবজ্জীবন কারাদণ্ড
যাবজ্জীবন কারাদণ্ড ( ছবি : প্রতীকী )

যশোরে স্বর্ণ চোরাচালান মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ড করা হয় তাদের।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোটপাল্লা গ্রামের কেএম মনিরুজ্জামান মঞ্জুর ছেলে তানভীর জামান ও মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্বস্বর গ্রামের সরোয়ার কাজীর ছেলে আনিসুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১৬ জুন সকালে বেনাপোলের আমড়াখালির চেকপোস্টের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দেশ ট্রাভেলসের একটি পরিবহনে অভিযান চালায়। এ সময় পরিবহনের দুই যাত্রীর শরীর তল্লাশি চালিয়ে ১৩ পিস করে ২৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৩২ গ্রাম।

আরও পড়ুন: অজ্ঞাত রোগে একই পরিবারের ২ জনের মৃত্যু, অসুস্থ আরও ৩ জন

এ ব্যাপারে আমড়াখালি চেকপোস্টের নায়েক সুবেদার আব্দুল মালেক আটক দুইজনকে আসামি করে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই বছরের ২২ জুলাই ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম। দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে আসমিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড