• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাগড়াছড়িতে শর্টগান ও গুলিসহ সন্ত্রাসী আটক

  খাগড়াছড়ি প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬
শর্টগান
উদ্ধার হওয়া শর্টগান ও গুলি (ছবি : দৈনিক অধিকার)

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি শেষে খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ সুভাষ চাকমা (৩৩) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলার পানছড়ি উপজেলার ভাইবোনছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুভাষ চাকমা রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাতল্লী এলাকার কিরণ বিকাশ চাকমার ছেলে বলে জানা গেছে।

জানা যায়, ইউপিডিএফের চার থেকে পাঁচজনের একটি সশস্ত্র সন্ত্রাসী দলের নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পেয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের একটি দল দুপুরের দিকে ভাইবোনছড়া এলাকায় উপস্থিত হয়। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হলে সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থল থেকে সুভাষ চাকমা নামে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি শর্টগান, ২৩ রাউন্ড শর্টগানের গুলি, ২৪ রাউন্ড ৭ দশমিক ৬২ এমএম পিস্তলের গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন : লোহাগাড়ার ত্রাস ভয়ংকর কালো মিজান

সেনা রিজিয়নের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আহত সন্ত্রাসীকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড