• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪
থানা
সোনারগাঁ থানা (ছবি : ফাইল ফটো)

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রামবাসীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার চান্দেরচক গ্রামে ঘুড়ি খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, একদল যুবক শনিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের চান্দেরচক গ্রামে ঘুড়ি খেলার আয়োজন করে। খেলা শুরু হওয়ার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দেরচক ও নয়াগাঁওয়ের যুবকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই জেরে নয়াগাঁও গ্রামের আলা উদ্দিনের ছেলে ইয়ানবীর নেতৃত্বে চান্দেরচক গ্রামের লোকজনের ওপর হামলা চালানো হয়।

পরে চান্দেরচক গ্রামের লোকজন একত্রিত হয়ে সন্ধ্যায় পাল্টা হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ফারুক মিয়া, সিফাত হোসেন, আল ইসলাম, জুলেখা আক্তার, নিলুফা ইয়াসমিন, রুনা আক্তারসহ ১৫ জন আহত হন।

পরবর্তীকালে আহতদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে, রবিবার (২৩ ফেব্রুয়ারি) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : লোহাগাড়ার ত্রাস ভয়ংকর কালো মিজান

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান দৈনিক অধিকারকে জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে বিষয়টিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড