• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ৫ পরীক্ষার্থী আহত

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনার শিকার সিএনজি (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এনা পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে পাঁচ দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীরা হলো- মনিয়া, আশামনি, রাকিব, ইয়াসিন ও মানছুরা।

সিএনজি চালক শহিদুল্লাহ জানান, সোনারগাঁও উপজেলার কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদরাসার পাঁচ শিক্ষার্থীকে নিয়ে দাখিল পরীক্ষা দিতে সিএনজিযোগে তাহেরপুর পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর এনা পরিবহনের একটি বাস তার সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি রাস্তার সাইডে উল্টে গিয়ে পাঁচ পরীক্ষার্থী আহত হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন : শেরপুরে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত সকলকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কামুক্ত। আহতরা সোনারগাঁও উপজেলার কলতাপাড়া ও মুছারচর গ্রামের বাসিন্দা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড