• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেন্দ্র সচিব বদল হলেও বন্ধ হয়নি নকল সরবরাহ

  বরিশাল প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৮
এসএসসি পরীক্ষা কেন্দ্র
বি.জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ( ছবি : দৈনিক অধিকার )

কেন্দ্র সচিব বদল হলেও নকল বন্ধ হয়নি ঝালকাঠীর নলছিটি উপজেলার নলছিটি বি.জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। সম্প্রতি ওই কেন্দ্রে অবাধে নকল ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে কেন্দ্র সচিব হায়দার আলী সিকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। নতুন করে রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তীকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে রবিবার উচ্চতর গণিত বিষয় পরীক্ষা হয়। তবে আগের মতোই সেখানে পরীক্ষার্থীদের বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা ভবনের নিচতলার একটি কক্ষে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে নলছিটি বি.জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোহরা পরীর ছেলে মো. রাহাত, আরেক সহকারী শিক্ষিকা সুরাইয়া পারভিন শিউলির কন্যা শশি, ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুর ছেলে সিয়াম এবং কমিটির অন্য সদস্য আ. সালাম সিকদারের ছেলে সম্রাট। ওই কক্ষটিতে রবিবারও বাইরে থেকে উত্তর সরবরাহ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অভিভাবকদের বিরুদ্ধে।

এ বিষয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পাওয়া প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তী জানান, এক সংবাদকর্মীর মাধ্যমে অভিযোগ পেয়ে রবিবার ওই কক্ষটিতে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেছি। তখন কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করতে দেখিনি। এ বিষয়ে কক্ষ পরিদর্শকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও কেন্দ্র সচিব জানান।

আরও পড়ুন: আপনার ছেলেকে আটক করেছি, এই নম্বরে টাকা পাঠান

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, নলছিটি বি.জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগ শুনেছি। অভিযোগে ভিত্তিতে উপজেলা প্রশাসন কেন্দ্র সচিব বদল করেছেন। কেন্দ্রটি নকলমুক্ত করতে বোর্ডের একটি টিম রবিবারও ওই কেন্দ্রে ছিল।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড