• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে প্রাইমারি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’

  গোপালগঞ্জ প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩২
নির্বাচন
প্রাইমারি শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার প্রতিটি স্কুলে আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রতিটি স্কুলে ১২ জন শিক্ষার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে নির্বাচিত হবেন সাত জন।

সরেজমিনে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ‘১৭৭ নম্বর বি কে প্রাথমিক বিদ্যালয়’ ঘুরে দেখা যায়, নিজেদের পছন্দমতো প্রার্থীদের ভোট দেওয়ার জন্য বিদ্যালয়ের মাঠে সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে রয়েছে। পরে একে একে সকলেই শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে।

এই স্কুলের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন পিয়াল কুমার বিশ্বাস। এছাড়া নির্বচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নাহিদ মোল্লা। আর পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন- শাহারা খাতুন ও তমা রানী। তারা সবাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে সকাল ১১টার দিকে ২ নম্বর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’ পর্যবেক্ষণ করেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার হোসেন।

ওই বিদ্যালয় প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা জানান, উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোট প্রদান করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন : স্বামীর দেওয়া আগুনে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

এ ব্যাপারে মুকসুদপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত দৈনিক অধিকারকে জানান, গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নমিনেশন ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। রবিবার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকগণ নির্বাচনের দিক নির্দেশনা প্রদানসহ আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড