• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধাওয়া করে কোটি টাকার ইয়াবাসহ ৩ জনকে ধরল র‌্যাব

  কক্সবাজার প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৬
আটক
বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মাদক কারবারিরা (ছবি : দৈনিক অধিকার)

ইয়াবা বিক্রির সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

এ ঘটনায় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছেন র‌্যাব সদস্যরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার উখিয়া উপজেলাধীন ডেইলপাড়া সড়কের মধ্যম ডিগলিয়া চার রাস্তার মোড় সংলগ্ন টাইপালং সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলো- উখিয়া থানার ৪ নম্বর পূর্ব ডিগলিয়া ওয়ার্ডের মৃত সুলতান আহম্মদ ভ্যাণ্ডারের ছেলে মো. ছৈয়দ আলম (৪৭), একই এলাকার মো. আলী আহম্মদের ছেলে নুরুল ইসলাম (২৭) এবং একই থানার ৫ নম্বর চাকবৈঠা ওয়ার্ড এলাকার আব্দুর শুক্কুরের ছেলে মো. নুর ইসলাম (৩২)।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী দৈনিক অধিকারকে জানান, ইয়াবার হাতবদল হবে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই স্থানে অবস্থান নেয়। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে আটকদের দেহ তল্লাশি করে ২২ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকা।

আরও পড়ুন : শেরপুরে ইয়াবাসহ সহকারী প্রধান শিক্ষক আটক

ইয়াবাসহ আটক ওই তিন মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড