• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কসবায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ আটক ২

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০
পাচারকারী
আটককৃত দুই পাচারকারী (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আটক করা হয় দুই পাচারকারীকে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঠেরপুল-মাইজখার সড়কে অভিযান চালিয়ে এসব অবৈধ শাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলো- কুমিল্লার বুড়িচং থানার ধর্মনগর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৬) ও একই উপজেলার বিজয়পাড়ার নূরু মিয়ার ছেলে মো. আমিন (২৪)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।

আরও পড়ুন: কেরোসিন স্প্রে করে রাস্তা সংস্কার

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কাঠেরপুল-মাইজখার সড়কে একটি কালো রঙের মাইক্রোবাস আটক করা হয়। এ সময় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের ভেতর ১২টি চটের বস্তায় ৭৬২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। এই ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড