• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় আহত ২৫

  কক্সবাজার প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০১
কক্সবাজার
সড়ক দুর্ঘটনার শিকার প্রাইভেট কার (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে পথচারী, রিকশা, টমটম এবং সিএনজিকে ধাক্কা দিয়ে অন্তত ২৫ জনকে আহত করেছে এক চালক। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনরোষে পরা অজ্ঞাত ওই মাতালকেও গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই প্রাইভেট কারটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে ছেড়ে আসা শহর অভিমুখী কালো রঙের একটি প্রাইভেট কার প্রথমে কয়েকজন পথচারীকে চাপা দেয়। এভাবে পর্যায়ক্রমে সড়কে চলাচলকারী পথচারী, রিকশা, টমটম ও সিএনজিকে দফায় দফায় ধাক্কা দিয়ে শহরের বিমানবন্দর সড়কের মাথা পর্যন্ত পৌঁছে। এরই মধ্যে ৮ থেকে ১০টি রিকশা টমটম সিএনজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় অন্তত ২৫ জন।

প্রত্যক্ষদর্শী জনতা ওই গাড়িটিসহ মদ্যপ চালককে আটক করে গণপিটুনি দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে।

আরও পড়ুন : খুলনায় কলা গাছের তৈরি শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা

কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির বলেন, মদ্যপ ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড