• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জের ভাষা সৈনিকরা এবার সংবর্ধনা থেকে বঞ্চিত

  কিশোরগঞ্জ প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৫
কিশোরগঞ্জ
ভাষা সৈনিক (ছবি : দৈনিক অধিকার)

কিশোরগঞ্জ ভাষা সৈনিক সংবর্ধনা আয়োজক কমিটির সভায় সিদ্ধান্ত না হওয়ায় এ বছর ভাষা সৈনিকদের সংবর্ধনা দেওয়া হচ্ছে না। এতে ভাষা সৈনিক পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছে।

প্রতি বছরই একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তাদের সংবর্ধনা দেওয়া হতো। প্রতি বছর ভাষা সৈনিকদের তালিকায় নতুন নতুন নাম সংযোজন হওয়ায় বিতর্ক নিরসনের জন্য এ বছর ভাষা সৈনিকদের সংবর্ধনা দেওয়া হচ্ছে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। বিষয়টি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী নিশ্চিত করেছেন।

ভাষা সৈনিক হিসেবে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম (মরণোত্তর), রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান (মরণোত্তর), সাবেক মন্ত্রী ডা. ফজলুল করিম (মরণোত্তর), সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন আহাম্মদ (মরণোত্তর), সাবেক সংসদ সদস্য এ.কে.এম শামসুল হক গোলাপ মিয়া (মরণোত্তর), রাজনীতিবিদ কাজী আব্দুল বারী (মরণোত্তর), রাজনীতিবিদ মো. আনিছুর রহমান (মরণোত্তর), সাংবাদিক ইনছাফ উদ্দিন আহাম্মদ (মরণোত্তর), রাজনীতিবিদ মহিউদ্দিন আহাম্মদ (মরণোত্তর), রাজনীতিবিদ কাজী ইছহাক (মরণোত্তর), অ্যাডভোকেট আব্দুল মতিন (মরণোত্তর), শিক্ষাবিদ সৈয়দ বদর উদ্দিন হোসাইন (মরণোত্তর), সৈয়দ কমর উদ্দিন হোসাইন (মরণোত্তর), অ্যাডভোকেট আবু তাহের খান পাঠান (মরণোত্তর), আমিনুল হক (মরণোত্তর), মিছির উদ্দিন আহাম্মদ (মরণোত্তর), হেদায়েত হোসেন (মরণোত্তর), ডা. মাজহারুল হক, অধ্যক্ষ আ.ফ.ম. সামছুল হুদা, আবু সিদ্দিককে সংবর্ধনা দেওয়া হতো।

আরও পড়ুন : খুলনায় কলা গাছের তৈরি শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা

ভাষা সৈনিক পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরে একবার প্রশাসন আমাদের স্মরণ করেন। এবার তা না করায় আমরা মর্মাহত।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড