• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা 

  নরসিংদী প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৯
নরসিংদী
শ্রদ্ধা নিবেদন (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলার অকুতোভয় বীর সেনানী সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করাসহ তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়েছে।

শুক্রবার(২১ ফেব্রুয়ারি) নরসিংদীর পলাশে একুশের প্রথম প্রহরে পলাশ উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পলাশের স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আলী, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা প্রমুখ। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে একুশের প্রথম প্রহরের অনুষ্ঠান শেষ হয়।

অপরদিকে জেলার মাধবদীতে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মাধবদীতে একুশের প্রথম প্রহরে মাধবদী এসপি ইনস্টিটিউশন ও মাধবদী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড