• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

  কুমিল্লা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫
কুমিল্লা
বন্দুকযুদ্ধ (ছবি: প্রতীকী)

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সক্রিয় ডাকাত চক্রের দুই সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে কোতোয়ালি থানাধীন লোহারপুল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের গ্রেপ্তারে অভিযান চালায় কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলিবিনিময় হয়। এ সময় ইমন (৪০) ও জাহাঙ্গীর (২৮) নামে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ ২ ডাকাতকে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সচল এক‌টি এল‌জি, পাঁচ রাউন্ড ফায়ারকৃত গু‌লির খোসা, দুই‌টি রামদা, এক‌টি ছু‌রি এবং এক‌টি তালা কাটার কার্টার উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে শিশু হত্যা মামলার আসামি নিহত

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির এসআই পরিমল দাস জানান, নিহত ডাকাতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলাসহ ৭-৮‌টি মামলা রয়েছে। পলাতক বাকি ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড