• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেহেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  মেহেরপুর প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৪
মেহেরপুর
মেহেরপুরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত (ছবি : দৈনিক অধিকার)

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী একসঙ্গে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সদর উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, আওয়ামী লীগের সম্পাদক আক্কাস আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা আবেদিন, সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন : গোপালগঞ্জে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

এ দিকে রাত পৌনে ১টার দিকে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

ওডি/নূর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড