• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৫
থানা
রূপগঞ্জ থানা (ছবি : ফাইল ফটো)

অক্সিজেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আব্দুস সাত্তার (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার ‘ইসলাম অক্সিজেন প্রাইভেট কোম্পানি লিমিটেডে’ নামক একটি প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রাত প্রায় ১১টার দিকে কারখানায় অক্সিজেন গ্যাসের সিলিন্ডার গাড়িতে তোলা হচ্ছিল। এ সময় আকস্মিক একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে সিলিন্ডারটি বহনকারী কারখানার শ্রমিক আব্দুস সাত্তারের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আশরাফুল আলম জানান, আব্দুস সাত্তার ওই কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সিলিন্ডারে অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত চাপে এটি বিস্ফোরিত হয়। ফলে ঘটনাস্থলেই আব্দুস সাত্তারের মৃত্যু হয়।

আরও পড়ুন : বগুড়ায় ফেনসিডিলসহ মামা-ভাগ্নি আটক

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান দৈনিক অধিকারকে বলেন, ‘নিহত আব্দুস সাত্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টিতে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড