• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে পিকনিকের বাসে বখাটেদের হামলা, শিক্ষার্থীসহ আহত ৮

  ঝিনাইদহ প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩
পিকনিকের বাস ভাঙচুর
পিকনিকের বাস ভাঙচুর ( ছবি : দৈনিক অধিকার )

ঝিনাইদহ সদর উপজেলায় পিকনিকের গাড়িতে হামলা চালিয়েছে বখাটেরা। এতে শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো- মিরাজ, মুন্না, প্রিয়াংকা, রুপা, কনিকা, মিতু ও মিম। এছাড়া এ ঘটনায় আর কে কে পিবি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন খাঁ আহত হয়েছেন।

এদের মধ্যে ৪ শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন জানান, জেলা সদর উপজেলার কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা মুজিবনগরে বনভোজন শেষে বিদ্যালয়ে ফিরছিল। পথে চুয়াডাঙ্গার ১০ মাইল বাজার এলাকায় কিছু বখাটে পিকআপে করে এসে ছাত্রীদের বাস গতিরোধ করে। পরে শিক্ষকদের উপস্থিতিতে সেটি সমাধান হলে পুনরায় বখাটেরা ঝিনাইদহ সদরের নগরবাথান ঘোষপাড়া এলাকায় গাড়ির গতিরোধ করে মেয়েদের হাত ধরে টানাটানি করতে থাকে। পরে শিক্ষক ও ছাত্ররা গাড়ি থেকে নেমে তাদের বাধা দিলে বখাটেরা লাঠিসোঁটা দিয়ে গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। এতে ৭ শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক নাজমুল হক জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে তাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড