• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাইকে ঘোষণা দিয়ে কম দামে অসুস্থ মুরগি বিক্রি

  পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫২
মুরগির দোকানে অভিযান
মুরগির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ( ছবি : দৈনিক অধিকার )

মাইকে ঘোষণা দিয়ে কম মূল্যে অসুস্থ ও মরা মুরগি জবাই করতে থাকে দোকানদার। খবর পেয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান উপস্থিত হন ওই দোকানে। সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সরকার ও পটিয়া থানার পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পটিয়া পৌরসভার হাটমুখে মদিনা পোলট্রি মেলা নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক শহিদুল ইসলাম পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মালিকের ভগ্নিপতি সিরাজুল ইসলাম। অসুস্থ ও মরা মুরগি জবাই করে বিক্রি করতে দেখা যায় সিরাজুল ইসলামকে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই দোকানের প্রায় ২শ অসুস্থ মুরগি জব্দ করে মাটিতে পুঁতে ফেলে। এ ঘটনায় ওই দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা এবং দোকানে তালা দেওয়া হয়।

সিরাজ পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে।

আরও পড়ুন: টঙ্গীতে ভুয়া ডিবি পুলিশ আটক

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান জানান, ‘দোকানটিতে ৭০ টাকা কেজিতে সস্তা মূল্যে অসুস্থ ও মরা মুরগি বিক্রি করে আসছিল। কয়েকটি মুরগিকে ময়না তদন্ত করে দেখা যায় মুরগিগুলো অসুস্থ। এছাড়া বহু মরা মুরগি দেখা যায়। দোকানের মালিক পালিয়ে গেলেও উপস্থিত থাকা তার ভগ্নিপতিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড