• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪
মাদকবিরোধী সভা
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (ছবি : দৈনিক অধিকার)

সমাজকে শতভাগ মাদকমুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণির জনগণকে এগিয়ে আসতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই, মাদকের সঙ্গে আমার পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকলে কোনো ছাড় পাবে না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আয়োজনে থানা চত্বরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এসব কথা বলেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম সিকদার সিপলু, মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক ও নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ইউসুফ দেওয়ান প্রমুখ।

এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড