• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে ভুয়া ডাক্তার আটক

  চট্টগ্রাম প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২১
মো. হেলাল উদ্দীন
আটককৃত ভুয়া ডাক্তার মো. হেলাল উদ্দীন (ছবি : সংগৃহীত)

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় মো. হেলাল উদ্দীন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাটিরহাট বাজারে নিজ চেম্বার থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। আটককৃত হেলাল উদ্দীন একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

ইউএনও রুহুল আমীন জানান, মো. হেলাল উদ্দীন নিজেকে বড় মাপের ডেন্টিস্ট হিসেবে পরিচয় দিয়ে চেম্বার বসিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার পুলিশকে সঙ্গে নিয়ে তাকে আটক করা হয়।

ইউএনও আরও বলেন, ডেন্টিস্ট হিসাবে সনদপত্র এবং কোন রেজিস্ট্রেশন আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তিনি আমাকে কারিগরি শিক্ষা বোর্ডের এক বছরের কোর্সের একটা এডমিট কার্ড বের করে দেখান। আমি হতভম্ব হয়ে যাই। আমি এই প্রথম জানলাম, কারিগরি শিক্ষা বোর্ড থেকেও ডেন্টিস্ট হওয়া যায়। আটককৃত হেলাল উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়।

ওডি/এমএমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড