• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকসায় ছাড়িয়ে গেছে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা

  খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৪
কুষ্টিয়া
পেঁয়াজের জমিতে কাজ করছেন কৃষকরা (ছবি : দৈনিক অধিকার)

সারা দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধির পাশাপাশি অনুকূল পরিবেশ থাকায় কুষ্টিয়ার খোকসায় এ বছর পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ভাল লাভের আশায় অধিকাংশ কৃষক এ বছর জমিতে পেঁয়াজের আবাদ করেছেন দাবি উপজেলা কৃষি বিভাগের।

এ বছর বাজারে পেঁয়াজের ভালো দাম রয়েছে। এবার আবহাওয়াও পেঁয়াজ চাষের উপযোগী। অন্যান্য ফসলের তুলনায় কম সময়ে আবাদযোগ্য হওয়ায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় এ বছর ২ হাজার ৬১৮ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। মৌসুমের আগে পেঁয়াজ বাজারে তুলতে মূলকাটি পেঁয়াজও আবাদ হয়েছে ৮৪ হেক্টর জমিতে। এবার সর্বমোট পেঁয়াজ আবাদ হয়েছে ২ হাজার ৭০২ হেক্টর।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, পেঁয়াজের মৌসুমে বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এ বছর রেকর্ড পরিমাণ ফলন হবে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড