• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে গণপিটুনিতে ডাকাত নিহত

  বাগেরহাট প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫
বাগেরহাট
গণপিটুনিতে ডাকাত নিহত (ছবি : প্রতীকী)

বাগেরহাটের কচুয়া উপজেলায় গণপিটুনিতে ডাকাত নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এ সময় ডাকাত ধরতে গিয়ে স্থানীয় দুইজন আহত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে কচুয়া উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বারইখালি গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৭)।

কচুয়া থানার ওসি তদন্ত সরদার ইকবাল হোসেন জানান, সোমবার ভোরে কয়েকজন ডাকাত উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান। ঘটনার পর পরই ওই বাড়ির লোকদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া করে একজনকে ধরে ফেলে। এ সময়ে ক্ষুদ্ধ গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত আহত হন। পরে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘এ সময় ডাকাতদের ধরতে গিয়ে স্থানীয় ২ যুবক আহত হয় বলে জানতে পেরেছি। নিহত ডাকাতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।’

আরও পড়ুন : এসএসসি পরীক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক

ঘটনার পর বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গণপিটুনিতে নিহত ডাকাতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড