• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেন্টমার্টিনে ট্রলার ডুবি : মৃতের সংখ্যা বেড়ে ২১

  কক্সবাজার প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪
কক্সবাজার
সেন্টমার্টিনে ট্রলার ডুবি (ছবি : দৈনিক অধিকার)

সেন্টমার্টিনে ট্রলার ডুবির ঘটনায় ভাসমান অবস্থায় আরও দুই মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সেন্টমার্টিন পশ্চিম পাড়া বিচ এলাকা থেকে মধ্য বয়সী দুটি পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে মৃতের সংখ্যা এখন বেড়ে ২১ জন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক।

নাঈম উল হক জানান, সেন্টমার্টিন কোস্ট গার্ডের টহল দল সেন্টমার্টিন পশ্চিম পাড়া বিচ এলাকা থেকে সাগরে ভাসমান দুটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। মরদেহ দুটি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১৯ এ গড়াল মৃতের সংখ্যা

প্রসঙ্গত, নৌপথে মালয়েশিয়া যাওয়ার আশায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে গত ১১ ফেব্রুয়ারি রাতে টেকনাফের মহেশখালীয়াপাড়া এলাকা দিয়ে ট্রলারে উঠে শতাধিক রোহিঙ্গা। পরে সেন্টমার্টিন উপকূলে গিয়ে ডুবে যায় একটি ট্রলার। মালয়েশিয়াগামীদের মধ্যে বেশিরভাগই নারী। দালালদের মাধ্যমে সেন্টমার্টিন উপকূল পাড়ি দিতে গিয়ে ট্রলারটি ডুবে গেলে ভাসমান অবস্থায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ-বাহিনী। একইসঙ্গে আরও ৭৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের দাবি, ট্রলারে আরও অন্তত ৫০ রোহিঙ্গা নারী-পুরুষ ছিল।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড