• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে ফিরে করোনা সন্দেহে বিপাকে সিঙ্গাপুরফেরত প্রবাসী

  সারাদেশ ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০
হাসপাতাল
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল (ছবি : ফাইল ফটো)

সিঙ্গাপুর থেকে দেশে ফিরে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন এক প্রবাসী।

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই প্রবাসীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এলাকাবাসীর তোপের মুখে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই প্রবাসী বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের কোনো নমুনা পাননি। তবুও সন্দেহের কারণে ওই প্রবাসীকে পরীক্ষা করাতে ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হোসেন জানান, ওই প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি। এছাড়া তার জ্বর কিংবা ঠান্ডা কোনোটিই নেই। তবুও সন্দেহের কারণে ওই প্রবাসীকে ঢাকায় গিয়ে পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১৯ এ গড়াল মৃতের সংখ্যা

এ দিকে, সিঙ্গাপুরফেরত ওই প্রবাসী বলেন, গত ১৩ ফেব্রুয়ারি আমি সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসি। দেশে অবতরণের পর বিমানবন্দরেও করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। সেখানে পরীক্ষায় আমার শরীরে করোনা ভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি। কিন্তু বাড়ি আসার পরপরই এলাকার লোকজন আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করে। এতে আমার কাছেও কেউ আসছে না। ফলে নিরুপায় হয়ে আমাকে চিকিৎসকদের পরামর্শ নিতে হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড