• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিকিৎসকদের ক্লিনিক বাণিজ্য বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৭
বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয় (ছবি : দৈনিক অধিকার)

চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনা, ওষুধ সংকট ও চিকিৎসকদের ক্লিনিক বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ ও জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এ দিন বিক্ষোভ মিছিলটি পৌর শহরের নিমতলা মোড় থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যখন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তখন কতিপয় দুর্নীতিবাজ চিকিৎসক ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা। এমনকি রোগীরা কোনো ধরনের ওষুধ পর্যন্ত পাচ্ছে না।

তারা বলেন, যারা এসব দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এতে কোনো ধরনের গাফিলতি করা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন।

পরে নেতৃবৃন্দ যৌথভাবে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন : নোয়াখালীতে প্রধান শিক্ষকের অপমানে স্কুলছাত্রীর বিষপান

সমাবেশে আবদুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনিরুজ্জামান, নাগরিক কমিটির সদস্য আবু হেনা বাবলু, ছাত্রলীগের নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি তসিকুল রেজা খান তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসিন প্রমুখ।

এছাড়া আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শাহনেওয়াজ দুলাল, সামাজিক সংগঠন সম্প্রীতির সভাপতি মো. নাহিদুল ইসলাম প্রমুখ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড