• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার করোনা সন্দেহে চীনা নারী রংপুর মেডিকেলে ভর্তি

  রংপুর প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১০
রংপুর
করোনা ভাইরাস আতঙ্ক হাসপাতালে ভর্তি (ছবি : দৈনিক অধিকার)

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন জিংজং (২৯) নামে এক চীনা নাগরিক। গত ৪ ফেব্রুয়ারি তিনি চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি চাইনিজ কোম্পানিতে কর্মরত রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. রোস্তম আলী জানান, ওই নারী শনিবার (১৫ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে পড়লে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড করোনা ইউনিটে ভর্তি করেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখাসহ বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবি

সেখান থেকে ডাক্তার এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন। এর আগে অসুস্থ হয়ে পড়ায় চীন ফেরত শিক্ষার্থী তাশদীদ হোসেন ও তৌকির ইসলামকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর উন্নত চিকিৎসার জন্য আল আমিনকে স্থানান্তর করা হয়েছে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বলে জানান তিনি।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড