• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাক ছাড়াতে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কেপিএম কর্তৃপক্ষ

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৮
রাঙ্গামাটি কাপ্তাই
সংবাদ সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

কাপ্তাইয়ের কর্ণফুলী কাগজ কল (কেপিএম) থেকে পুরাতন যন্ত্রাংশের আড়ালে নতুন যন্ত্রাংশ পাচারের অভিযোগে জনতা কর্তৃক মালবাহী ট্রাক আটকের ৪৮ ঘণ্টা অতিক্রম হলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি কেপিএম কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চন্দ্রঘোনা ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী লিখিত বক্তব্যে এ কথা উল্লেখ করেন।

এদিকে আটককৃত মালামাল ও ট্রাক ছাড়াতে দফায় দফায় স্থানীয় প্রশাসনের কাছে বিভিন্ন কাগজ উপস্থাপন করেছে কেপিএম কর্তৃপক্ষ। কিন্তু মালামাল ছাড়াতে হলে বিসিআইসির বোর্ড সভায় মালামালগুলো ব্যবহৃত পুরাতন (স্ক্র্যাপ), বিক্রয়ের অনুমতিপত্র থাকতে হবে।

তিনি আরও বলেন, কোনো শাখার মালামাল অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত ঘোষণার পরেই তা টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারে। এছাড়া টেন্ডারে সরবরাহকৃত মালামালের তালিকা থাকতে হবে। কিন্তু সরবরাহকৃত মালামাল মিলের ফটক দিয়ে অতিক্রম করার সময় সম্পূর্ণ মালের তালিকা সঙ্গে রাখার কথা থাকলেও কোনো তালিকাই দেখাতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আরিফ। পাশাপাশি উপস্থাপনকৃত সরবরাহ চালানে ‘সিলেট ট-০২-০০২৬’ গাড়িতে ৫০ মেট্রিক টন মালামাল পরিবহনের কথা উল্লেখ থাকতে দেখা যায়। যা নিয়ম বহির্ভূত। পাচার হওয়ার মালামালবাহী ট্রাক জনতার হাতে আটক হওয়ার ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও সঠিক তথ্য সম্বলিত কাগজ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিকট দেখাতে সক্ষম হয়নি কেপিএম ও বিসিআইসি কর্তৃপক্ষ। ফলে জনমনে প্রশ্ন উঠেছে এ নিয়ে। মিল এমডি ড. এমএম এ কাদেরের একের পর এক দুনীতি অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়া রাঙ্গামাটি জেলা প্রশাসকের নিকট এর সুষ্ঠু তদন্ত দাবি জানানো হয়।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. হানিফ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল ফরিদ, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইলিয়াছ মিয়া, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফজলুল কাদের মানিক, ইউপি সদস্যসহ সাধারণ জনতা।

আরও পড়ুন : কেপিএমের যন্ত্রাংশ পাচারকালে জব্দ ৩টি ট্রাক

প্রসঙ্গ, গত ১২ ফেব্রুয়ারি কর্ণফুলী পেপার মিলস লিমিটেড ( কেপিএম) হতে পুরাতন স্ত্র্যাপ যন্ত্রাংশের আড়ালে লাখ লাখ টাকার যন্ত্রাংশ পাচারের অভিযোগে স্থানীয়রা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের সহায়তায় ৩টি ট্রাক আটক করে। এ বিষয়ে কথা বলতে স্থানীয় সংবাদকর্মীরা কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক ড.এমএমও কাদেরের মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড