• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গাদের মালয়েশিয়াগামী স্রোত ঠেকানো যাচ্ছে না

  সারাদেশ ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২২
রোহিঙ্গা পাচার
ট্রলার ডুবির ঘটনায় উদ্ধারকৃত রোহিঙ্গারা (ছবি : সংগৃহীত)

রোহিঙ্গা শরণার্থী শিবিরে সক্রিয় মানব পাচারকারীদের ঠেকাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। যে কারণে রোহিঙ্গাদের অবৈধ ‘মালয়েশিয়াগামী স্রোত’ ঠেকানো যাচ্ছে না।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সর্বশেষ সাগরপথে মালয়েশিয়ায় যাত্রাকালে সেন্টমার্টিন দ্বীপের কাছে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানা যায়। তবে নিখোঁজ যাত্রীদের বিষয়ে তাদের কোনো স্বজন কোস্ট গার্ড কর্তৃপক্ষের কাছে খোঁজখবর নিতে আসেননি। ফলে তারা উদ্ধার হয়ে বেঁচে আছেন কি না তা জানা যাচ্ছে না।

এ বিষয়ে টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট রাহাত ইমতিয়াজ বলেন, ‘মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই দিন ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার রোহিঙ্গাদের দেওয়া তথ্যানুযায়ী, এখনো ৪৮ জনের খোঁজ মেলেনি।’

তিনি বলেন, ‘নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। কোস্ট গার্ডের পাশাপাশি নৌবাহিনীও এই উদ্ধার অভিযান সক্রিয় রয়েছে। তবে এখন জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

তিনি আরও বলেন, ‘যে ৪৮ জন উদ্ধার হওয়া রোহিঙ্গা সহযাত্রী ছিল ও নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন তাদের ব্যাপারে খোঁজ নিতে তাদের পরিবারের কোনো সদস্য আসেনি।’

আরও পড়ুন : ফেসবুকে সুইসাইড নোট লিখে তিতুমীর কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে একটি ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় মানবপাচারকারী হিসেবে ১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। তার মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উদ্ধার ১০৯ জন ভিকটিমকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড