• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, দুর্ঘটনার আশঙ্কা

  আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫
বান্দরবান
ঝুঁকিপূর্ণ ভবন (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের সম্মুখে রয়েছে পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন। এটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন নির্মিত ভবনের সম্মুখে পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনটি। বর্তমানে পুরাতন ভবনটির অধিকাংশ ভেঙে গিয়ে মাটির সঙ্গে লেগে রয়েছে। নতুন ভবনে যেতে হলে পুরাতন ভবনের পাশ দিয়ে যেতে হয়। প্রতিদিন পুরাতন ভবনের টিনের সঙ্গে লেগে গিয়ে শিশুদের হাত-পাসহ বিভিন্ন জায়গায় ব্যথা পাওয়ারও অভিযোগ রয়েছে অভিভাবকদের।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওজত আরা বলেন, বিষয়টি মাসিক সমন্বয় সভাতে উপস্থাপন ও লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছি। তবে এখনো কোনো আদেশ না পাওয়ায় তিনিও শঙ্কিত।

আরও পড়ুন : সরকার বিনিয়োগের পরিবেশ তৈরি করেছে : পররাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন বলেন, তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটিসহ আরও বিভিন্ন বিদ্যালয়ে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে গত সপ্তাহে শিক্ষা কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে। দ্রুতই ভবনগুলো সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড