• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে আহত ২

  নরসিংদী প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৫
নরসিংদী
দুইপক্ষের সংঘর্ষ (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গাবতলী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাবতলী গ্রামের আব্দুল আলির ছেলে বশির আহমেদ (২৫) এবং গিলাবের গ্রামের জাকির হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বশির আহমেদ বাড়ি থেকে রিকশাযোগে গাবতলী বাজারে যাওয়ার পথে পূর্ব থেকে অবস্থান নেওয়া গিলাবের গ্রামের ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ দল বশিরকে রিকশা থেকে নামিয়ে চাপাতি ও রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জখম করে। এ সময় বশিরের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। হামলার খবর পেয়ে বশিরের লোকজন পাল্টা হামলা চালিয়ে গিলাবের গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনকে পিটিয়ে আহত করেছে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম ও যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন : দিনাজপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড