• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাই লেকে ট্রলারডুবির ভিডিও প্রকাশ

  রাঙ্গামাটি প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৫
কাপ্তাই লেকে ট্রলারডুবির ভিডিও প্রকাশ
দুর্ঘটনার শিকার পর্যটকবাহী ট্রলার (ছবি : সংগৃহীত)

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিসি বাংলো এলাকা সংলগ্ন কাপ্তাই লেকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শওকত আকবর।

নিহত পাঁচজনের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রিনা আক্তার (২২), শীলা বেগম (২৭) ও আসমা বেগম (২৫)।

এ দিকে নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন- রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন, রেড ক্রিসেন্ট ও রোবার স্কাউট দল।

আবদুর রহিম নামে এক পর্যটক বলেন, আমরা চট্টগ্রাম ফ্যাসিফিক জিন্স গার্মেন্টস থেকে প্রায় ৪৫ জনের একটি গ্রুপ রাঙ্গামাটিতে পিকনিকে আসি। কথা ছিল সবাই এক সঙ্গে ঝুলন্ত ব্রিজে বেড়াব। কিন্তু ওখান থেকে যে যার যার মতো ঘুরাঘুরি করতে চলে গেছে। দুপুরের দিকে খবর পেলাম আমাদের সাথে আসা লোকজন নৌকা নিয়ে লেকে ঘুরতে গিয়ে ডুবে ৫ জন মারা গেছে। তবে নৌকায় কতজন ছিল তা নিশ্চিত করে এখনো বলতে পারছি না।

এরই মধ্যে দুর্ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ট্রলারডুবিতে হতাহতদের উদ্ধার করতে দেখা যায়।

অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় ৫৩ জনের ইসকনবাহী একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় তিনজন নিখোঁজের মধ্যে দেবলীনা দের (১০) মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী দল।

তাছাড়া বিজয় মজুমদার (৩০) ও টুম্পা মজুমদার (৫) এখনো নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে প্রশাসন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

আরও পড়ুন : পদত্যাগের কারণ জানালেন ব্যারিস্টার সুমন (ভিডিও)

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, নৌকাডুবিতে তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছেন ডুবুরিরা।

নৌ দুর্ঘটনার ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড