• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বারে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়

  বরিশাল প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৩
বরিশাল বার
সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক কাইয়ুম খান কায়সার। (ছবি : দৈনিক অধিকার)

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন পরিচালনা কমিটি এ ফলাফল ঘোষণা করেন। এতে একটি মাত্র সদস্য পদ ছাড়া বাকি ১০টি পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জল কুমার রায় বলেন, এ বছর ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭৬০ ভোটার তাদের ভোট দিয়েছেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান নান্টু পেয়েছেন ৩০৫ ভোট। সহসভাপতি পদে আওয়ামী লীগের অসিত রঞ্জন দাস ৩৯৬ এবং মো. সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩০৮ ভোট।

আরও পড়ুন : চিকিৎসকের বিরুদ্ধে ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ

আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন- যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল খালেক মনা ও মো. আহাদ আলী খান। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ খান। সদস্য পদে মো. গোলাম ফারুক ডাব্লিউ, মো. ইসতিয়াক কবির রকি ও মো. রফিকুল ইসলাম ঝন্টু। বিএনপির প্যানেল সদস্য পদে একমাত্র মো. মঈনুল আবেদীন তুহিন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড