• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

  ঝিনাইদহ প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৪
ঝিনাইদহ
বসন্ত বরণে পিঠা উৎসব (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমির আয়োজনে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব।

মেলায় পাটি সাপটা, তারা, গোলাপ, দুধপুলি, ভাপাসহ হরেক রকমের পিঠার প্রায় ১৫টি স্টল দেওয়া হয়। অনুষ্ঠিত হয় বাসন্তী গানের সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় ঘুরতে এসে শিশুরা জানান, সেজে বসন্তের এই অনুষ্ঠানে এসেছি। ঘুরছি, গান শুনছি, পিঠা খাচ্ছি খুবই মজা হচ্ছে।

মেলায় স্টল দেওয়া নারীরা জানান, হরেক রকমের পিঠার সমাহার রয়েছে স্টলগুলোতে। এমন সুন্দর একটা অনুষ্ঠানে অভিভাবক হিসেবে পিঠা মেলায় স্টল দিতে পেরে অনেক আনন্দ হচ্ছে।

আরও পড়ুন : মির্জাগঞ্জে মুগডাল চাষের লক্ষ্যমাত্রা ৬ হাজার হেক্টর

মর্নিং বেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহীনুর লিটন জানান, প্রতি বছরের ন্যায় এবারও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ব্যাপক অংশগ্রহণ হচ্ছে। শুধু শিক্ষার্থী কিংবা অভিভাবক নয়, বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুরতেও আসছে আমাদের অনুষ্ঠানে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড