• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী শরিফুলকে বরণ

  পঞ্চগড় প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০
শরিফুল ইসলাম
বাবা-মা ও ভক্তদের সঙ্গে শরিফুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল বিজয়ী হওয়ার অন্যতম কাণ্ডারি পঞ্চগড়ের দেবীগঞ্জের কৃতী সন্তান শরিফুল ইসলাম। সে তার গ্রামের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন গোটা পঞ্চগড়বাসী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছায় শরিফুল ইসলাম। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে গাড়িবহর নিয়ে বিকাল ৩টায় নিজ গ্রামের বাড়ি দেবীগঞ্জের মৌমারীতে পৌঁছালে তাকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন সর্বস্তরের জনগণ।

এ সময় শরিফুলকে একনজর দেখার জন্য তার এলাকায় হাজারো মানুষের ঢল নামে। পুরো এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ভারতকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ ছিনিয়ে আনে লাল সবুজের দল। ওই দিন বাংলাদেশের হয়ে ভারতের দুটি উইকেট তুলে নেয় পঞ্চগড়ের কৃতী সন্তান শরিফুল ইসলাম। ভারত শিবিরে প্রথম আঘাত হানে মাশরাফির এই যোগ্য উত্তরসূরি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েলে একসঙ্গে হামলার ছক কষছে ইরান!

এ সময় শরিফুল ইসলাম বলেন, দেশের জন্য ভালো কিছু করতে পেরে খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। আমি যেন জাতীয় দলে গিয়ে দেশের জন্য এভাবে আবারও কিছু করতে পারি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড