• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালুকায় চুলাই মদসহ আটক ৭

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩১
আটক
আটককৃতরা (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অভিযান চালিয়ে ১১৫ লিটার চুলাই মদসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর হতে বিকাল পর্যন্ত ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট ও ছাতিয়ার চালা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দুটি দল নিয়ে এই অভিযান পরিচালনা করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন।

আটককৃতরা হলেন- তামাট গ্রামের চন্দ্র মোহন কোচের ছেলে মানিক কোচ (৫০), ও তার স্ত্রী বিশকা কোচ (৪০), ছাতিয়ার চালা গ্রামের রহিম কোচের ছেলে রঞ্জিত কোচ (৪০), সঞ্জিত কোচের স্ত্রী আলপনা রানী (৩৫), বার্মণ কোচের ছেলে যচিন্দ্র কোচ (৪৫), সুভাষ কোচের ছেলে রতন কোচ (৪৫), প্রবিন কোচের স্ত্রী বকুল কোচ (৪০)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় চুলাই মদ তৈরি করে বিক্রি করা হয়। এই সংবাদের ভিত্তিতে আমরা দুটি টিম গঠন করে একইসঙ্গে অভিযান চালাই। অভিযানে প্রায় ১১৫ লিটার মদ ও মদ বানানোর সরঞ্জামসহ তিন নারী ও চার পুরুষসহ সাতজন মাদককারবারীকে আটক করি। আটককৃতদের মাদক মামলায় ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ওডি/নূর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড