• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে অস্ত্র মামলায় দুইজনের কারাদণ্ড

  ফরিদপুর প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪০
আদালত
আদালত (ছবি : ফাইল ফটো)

ফরিদপুরে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় দুইজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের জজ কামরুন্নাহার এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত দুইজন হলো- ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাসিন্দা রেজাউল ইসলাম ওরফে জুয়েল (৩৩) ও ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম ওরফে খোকন (৩১)। এদের মধ্যে রেজাউলকে ১০ বছর এবং জহিরুলকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৫ জুন ফরিদপুর শহরের মহিম ইন্সটিটিউশনের সামনে তিন ব্যক্তিকে তল্লাশি করে একটি দেশীয় বন্দুক উদ্ধার করে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি টিম। ওই দিনই র‌্যাবের ডিএডি আকতার হোসেন বাদী হয়ে ওই তিন ব্যক্তির নামে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী মো. শাহজাহান বলেন, এ মামলায় তিনজন আসামির মধ্যে দুইজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হাওয়ায় অপর আসামি ফরিদপুর শহরের ওয়ারলেস পাড়া মহল্লার মো. রায়হানকে (৩০) বেকসুর খালাস দেওয়া হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড