• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্র ভাঙচুর

  গাইবান্ধা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৫
ক্ষণগণনার যন্ত্র ভাঙচুর
মুজিববর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুর ( ছবি : দৈনিক অধিকার )

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিববর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জাতীয় ছাত্র সমাজের ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলামকে (২২) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

আটককৃত সাইফুল ইসলাম ছাপড়হাটি ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অপসারণের দাবিতে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কমপ্লেক্স চত্বরে আসে। এ সময় বিক্ষোভকারীরা উপজেলার মূল ফটকে মুজিববর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুর করে।

এ দিকে উপজেলার বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান অভিযোগ করে বলেন, এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার জন্য মুক্তিযুদ্ধ বিরোধীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলাইমান আলী জানান, এ ঘটনায় অজ্ঞাত ১শ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: উদ্বোধনের অপেক্ষায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড