• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  গাইবান্ধা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৭
আদালত
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে আব্দুর রশিদ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি এই মামলার অপর সাত আসামি দোষী প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত। তবে হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করাসহ বিষয়টি ধামাচাপা দেওয়ার অপরাধে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায় ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম ফারুক আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের মমতাজ আলীর ছেলে।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুলাই রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে আব্দুর রশিদ তার স্ত্রী সাবিনাকে হত্যা করে। এরপর আব্দুর রশিদসহ মামলার অপর আসামিরা ওই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করে। পরবর্তীকালে আটজনকে আসামি করে সাবিনার পরিবার পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করে।

এরপর তদন্ত শেষে একই বছর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ে পলাশবাড়ি থানা পুলিশ।

আরও পড়ুন : বাবা-মায়ের সঙ্গে অভিমানে জীবন দিল স্কুলছাত্রী

দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণাদি যাচাই-বাছাইয়ের পর আদালত বুধবার এই রায় ঘোষণা দেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড