• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবা-মায়ের সঙ্গে অভিমানে জীবন দিল স্কুলছাত্রী

  লামা প্রতিনিধি, বান্দরবান

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬
আত্মহত্যা
বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যা করে (ছবি : প্রতীকী)

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় সুমি ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

টানা আট দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি গাইড বই কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বিষপান করে ওই তরুণী।

নিহত সুমি ত্রিপুরা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রামগতি ত্রিপুরা পাড়ার ক্লেমেন ত্রিপুরার মেয়ে। সে ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে সুমি গাইড বই কিনে দেওয়ার জন্য তার মা-বাবার কাছে বায়না করে। একপর্যায়ে নির্ধারিত সময়ে বই কিনে না দেওয়ায় গত ৪ ফেব্রুয়ারি অভিমান করে বিষপান করে সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজারের চকরিয়া মালুমঘাট ‘খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে’ নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠায়। দীর্ঘ আট দিন চমেকে চিকিৎসাধীন থেকে বুধবার ভোরে সুমি ত্রিপুরার মৃত্যু হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ১৫

এ ব্যাপারে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার বলেন, ‘বিষয়টি শুনেছি, ঘটনাটি খুবই দুঃখজনক।’

ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা দৈনিক অধিকারকে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড