• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বার ও সিগারেট জব্দ

  সারাদেশ ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ০২:০০
সিগারেট ও স্বর্ণের বার
উদ্ধারকৃত সিগারেট ও স্বর্ণের বার (ছবি : সংগৃহীত)  

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪০ কার্টন সিগারেট ও ২টি স্বর্ণের বার জব্দ করেছে এনএসআই এর সদস্যরা। জব্দকৃত প্রতি কার্টন সিগারেটের বাজার দর ২ হাজার টাকা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে মোরশেদ আলম নামের এক যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করে জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারী বাড়ায় এনএসআই টিম। পরে এনএসআইয়ের পক্ষ থেকে উক্ত ফ্লাইটের যাত্রী মোরশেদ আলমকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোরশেদের ব্যাগেজ থেকে ইজি লাইট ব্রান্ডের ২৪০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বারও পাওয়া যায়।

সিগারেটগুলো রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে। তবে ঘোষণা বহির্ভূত স্বর্ণের বার দুটি ওই যাত্রী ছাড়িয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি বারের জন্য তাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

উদ্ধার হওয়া সিগারেটের কার্টন ও স্বর্ণের বারগুলো ইতোমধ্যেই বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

ওডি/এমএমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড