• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রক্সি দিতে গিয়ে ধরা খেল যুবক, সাজা ১ বছর

  গোপালগঞ্জ প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৩
আজিজুল খান
দণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল খান ( ছবি : দৈনিক অধিকার )

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসির গণিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। তার নাম আজিজুল খান (২০)। এ সময় তাকে ১ বছর কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনিস্টিটিউশন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত আজিজুল খান মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে শুয়াগ্রাম দয়াল হালদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজিজুল হাওলাদারের গণিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে খড়ের আগুনে প্রাণ গেল শিশুর

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল খানকে আটক করা হয়েছে। পরে তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে অন্যের পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে। পরে অভিযুক্ত আজিজুল খানকে এক বছরের সাজা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান তিনি। একই সঙ্গে প্রকৃত ছাত্র আজিজুল হাওলাদারকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড