• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে খাদ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০২
গ্রেপ্তার
ফেসবুকে খাদ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার যুবক মানিক মিয়া (ছবি : দৈনিক অধিকার)

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাদ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ায় মানিক মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক কালিকচ্ছ বাজার এলাকার চিনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি সীমান্তে হত্যা নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মন্তব্য করা একটি সংবাদকে কটূক্তি করে ফেসবুকে শেয়ার দেয় মানিক মিয়া। এ ঘটনায় আইনজীবী মুখলেছুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সরাইল থানায় একটি মামলা করেন। ওই মামলায় সোমবার মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : পুলিশি অভিযানে গাঁজাসহ ধরা খেল ২ মাদক কারবারি

এ ব্যাপারে সরাইল থানার ওসি (তদন্ত) নূরুল হক দৈনিক অধিকারকে জানান, গোপন সংবাদে সরাইলের কালিকচ্ছ বাজার থেকে সোমবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। মানিক মিয়া বিভিন্ন সময় নানা মন্ত্রী-এমপিসহ ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়েও আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড