• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরযাত্রীবাহী মাইক্রোবাস থেকে বিয়ার-মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

  বরিশাল প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৭
উজিরপুর থানা
উজিরপুর থানা (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের টোল প্লাজায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস থেকে ২৪ ক্যান বিয়ার ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই মাইক্রোবাসে থাকা তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উজিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলো- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর এলাকার রিপন সাহা (৩০) ও গৌরনদী উপজেলার অশোককাঠী এলাকার বাপ্পি সাহা (২৮) এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার শুভ সাহা (৩০)।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ভোলা থেকে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের বহর গৌরনদী উপজেলার উদ্দেশে যাচ্ছিল। তার মধ্যে একটি মাইক্রোবাসে মদ বহন করা হচ্ছে এমন তথ্য পেয়ে শিকারপুর সেতুর টোল প্লাজায় পুলিশ অবস্থান নেয়। বহরটি টোল প্লাজায় পৌঁছালে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ২০ ক্যান বিয়ার ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : সোনারগাঁয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

এ সময় মাইক্রোবাসের অন্য যাত্রীরা পালিয়ে গেলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড