• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে বেইলি সেতু ভেঙে খালে, সড়ক যোগাযোগ বন্ধ

  বরিশাল ব্যুরো

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১১
বরিশাল
বেইলি সেতু ভেঙে খালে (ছবি : দৈনিক অধিকার)

ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খালে পড়ে যাওয়ায় বরিশালের সঙ্গে বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৭টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা বাজার সংলগ্ন বেইলি সেতুটি ভেঙে গেলে এ অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটের সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, বালুবোঝাই ১২ চাকার একটি ট্রাক পার হওয়ার সময় সেতুর মাঝ বরাবর ভেঙে পড়ে। ফলে এ সড়ক দিয়ে বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আমিনুল ইসলাম আরও জানান, মাধবপাশা বাজার সংলগ্ন খালটিতে প্রায় এক দশক আগে সেতু নির্মাণ শুরু হলেও এখনো শেষ হয়নি। সেতু নির্মাণ কাজ শুরুর সময় বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য বেইলি সেতুটি স্থাপন করা হয়েছিল। এক দশকে এ সেতুটি নড়বড়ে হয়ে যায়। ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হতো। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রুটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ চলছে।

আরও পড়ুন : সোনারগাঁয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, বেইলি সেতু পুনঃস্থাপন করতে আরও ৫ থেকে ৬ দিন সময় লাগবে। এ সময়ে বিকল্প যোগাযোগ স্থাপন করতে না পারায় খেয়া পারাপার করতে হবে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড