• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে নির্যাতন, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

  ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৩
ভৈরব থানা
ভৈরব থানা ভবন (ছবি : সংগৃহীত)

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর ও নির্যাতন করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনার মামলায় শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাউসমারা গ্রামের বাকির হোসেনের ছেলে উজ্জ্বল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের পশ্চিম পাড়ার অরুনাজ আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী উজ্জ্বল মিয়া ও তার বাবা-মা যৌতুকের টাকার জন্য অরুনাজ আক্তারকে মারধর করে আসছে। শারীরিক নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় একপর্যায়ে অরুনাজ আক্তার স্বামী উজ্জ্বল মিয়া, শ্বশুর বাকির হোসেন ও শাশুড়ি ফিরোজা বেগমের নামে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন : আসামি ধরতে গিয়ে আহত ৩ এসআই

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, এ ঘটনায় স্ত্রী অরুনাজ আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড