• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  বরিশাল প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২
বরিশাল
বরিশাল (ছবি : দৈনিক অধিকার)

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বীর নেতৃত্বে পরিবেশ দূষণ ও ভুয়া চিকিৎসকের পদবী ব্যবহারের দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ত্রিমুখী নামক স্থানে মায়ের দোয়া নামে একটি পোল্ট্রি ফার্মে রয়েছে। সেই ফার্মের বর্জ্য ফেলে খালসহ আশপাশের এলাকার পরিবেশ দূষণ করায় মালিক জাকির হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক মাসের মধ্যে খালের মধ্যে নির্মিত সকল ট্যাংক অপসারণের নির্দেশ দেয় আদালত।

অন্যদিকে একই দিন ডাক্তার না হয়েও ডাক্তার হিসেবে ভুয়া পদবী ব্যবহার করায় উপজেলা সদরের আঁখি ডেন্টাল কেয়ারের মালিক দীপংকর বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

আরও পড়ুন : সাতক্ষীরায় মাছ ব্যবসায়ীকে জরিমানা

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও এসআই জসীম উদ্দিন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড