• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৫০ কেজি গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়ল যুবক

  সুনামগঞ্জ প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯
আটক
২৫০ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি মকদ্দুছ আলী ওরফে ময়না (ছবি : দৈনিক অধিকার)

২৫০ কেজি গাঁজাসহ সুনামগঞ্জে মকদ্দুছ আলী ওরফে ময়না নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে জেলার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মকদ্দুছ আলী পশ্চিম মাছিমপুর গ্রামের মহিব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে দোয়ারাবাজার থানার এসআই সজীব দত্তের নেতৃত্বে এএসআই বজলুল করিম, এএসআই জামাল মিয়া ও এএসআই সুমন মিয়াসহ পুলিশের একটি দল সোমবার বিকালে পশ্চিম মাছিমপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মকদ্দুছ আলী ওরফে ময়না দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি পলিব্যাগের ভেতর থেকে ২৫০ কেজি গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে বাড়ির ছাদে যুবকের ঝুলন্ত লাশ

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, মাদক কারবারি মকদ্দুছ আলী ওরফে ময়না দীর্ঘদিন ধরে নিত্যনতুন পন্থা অবলম্বন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে পাইকারি ও খুচরাভাবে মাদক বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড