• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লামায় শিক্ষকের ঘরে আগুন : মূল হোতা ছিং ছিং গ্রেপ্তার

  লামা প্রতিনিধি, বান্দরবান

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১২
গ্রেপ্তার
গ্রেপ্তার মূল হোতা ছিং ছিং মার্মা (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের লামায় মাতামুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামানের বসতঘরে আগুনের ঘটনায় মূল হোতা ছিং ছিং মার্মাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছিং ছিং মার্মা রুপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়ার বাসিন্দা পাইংসুইপ্রু মার্মার ছেলে।

সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি রাতে সাড়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে শিক্ষক খালেকুজ্জামানের বসতঘরের দরজায় একটি উড়ো চিঠি রেখে যায় সন্ত্রাসীরা। এতে দাবিকৃত চাঁদা না দিলে পেট্রোল দিয়ে ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়াসহ অন্যান্য ক্ষতি করার হুমকি, পুলিশকে জানালে আরও বেশি ক্ষতি হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় পরদিন ছিং ছিং মার্মাকে প্রধান করে অজ্ঞাত আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে শিক্ষক মো. খালেকুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেন।

আরও পড়ুন : রাউজানে মুক্তিযোদ্ধার শিরশ্ছেদ, মূল হোতা গ্রেপ্তার

বসতঘরে আগুনের ঘটনায় ছিং ছিং মার্মাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেপ্তারকৃত ছিং ছিংকে জিজ্ঞাসাবাদ চলছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড