• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে ৫ জুয়াড়ির কারাদণ্ড

  নড়াইল প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৮
জুয়াড়ি
গ্রেপ্তারকৃত পাঁচ জুয়াড়ি (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে আবাসিক হোটেলে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া পুলিশ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় লক্ষীপাশা এলাকার মডার্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের নিচতলার একটি কক্ষ থেকে জুয়া খেলার সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পাবনার চাটমোহর থানার চর এনায়েতপুর গ্রামের জিয়ার প্রামানিক (৩৫), খুলনার পাইকগাছা থানার নকহাটি গ্রামের রফিকুল (৬৫), মেহেরপুরের গাংনী থানার পুরাতন মটকুমড়া গ্রামের সেন্টু (২৫), ঝিনাইদহের লোয়াজাংগা গ্রামের আউয়াল (৪৬) ও পাবনার সাথিয়া থানার ছালাম (৫৫)।

লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, জুয়া খেলার সময় জুয়াড়িদের কাছ থেকে সরঞ্জাম ও তাসসহ নগদ নয় হাজার ৮২৭ টাকা উদ্ধার করেছে পুলিশ। তিনি বলেন, জুয়াড়ি ও মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। মডার্ন আবাসিক হোটেলের মালিক নুর ইসলাম পলাতক থাকলেও পুলিশের নজরদারিতে রয়েছেন।

আরও পড়ুন : কুলাউড়ায় ডিজিটাল লেনদেন ‘নগদের’ উদ্যোক্তা সমাবেশ

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী বলেন, জুয়াড়ি ছালামকে সাত দিনের কারাদণ্ডসহ অন্যদের ২০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে জমা হবে এবং জুয়া খেলার সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড