• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় ডিজিটাল লেনদেন ‘নগদের’ উদ্যোক্তা সমাবেশ

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৫
নগদের’ উদ্যোক্তা সমাবেশ
ডিজিটাল লেনদেন ‘নগদের’ উদ্যোক্তা সমাবেশে অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদের’ উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুলাউড়া শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে কুলাউড়া-জুড়ি-বড়লেখার উদ্যোক্তাদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগদের ময়মনসিংহ-সিলেট ক্লাস্টার হেড সাজ্জাদুর রহমান ওই সমাবেশের সভাপতিত্ব করেন। এ সময় সিলেট রিজিওনের ব্যবস্থাপক জুবের আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কুলাউড়া-জুড়ী-বড়লেখা অঞ্চলের সুপারভাইজার কাওছার ইকবাল ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর।

অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর মোবাইল ব্যাংকিংয়ের ই-মানি লেনদেন সঠিক ও বৈধভাবে করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, নিয়মের ব্যত্যয় ঘটলে প্রতারণা বা অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে বিপদমুক্ত রাখতে লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম ও কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন : নীলফামারীতে চোরাচালান মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

সভায় বক্তারা উদ্যোক্তাদের নগদের অব্যাহত উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড