• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্ধশত ছাত্রের চুল কেটে দেওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

  নাটোর প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩২
স্কুলছাত্র
ভুক্তভোগী স্কুলছাত্র (ছবি : দৈনিক অধিকার)

অর্ধশত ছাত্রের চুল কেটে নির্যাতন করার দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা ক্ষতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী কয়েকদিন আগে ছাত্রদের চুল কাটার নির্দেশ দেন। প্রধান শিক্ষকের সে নির্দেশ ছাত্রদের অনেকেই অমান্য করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক রবিবার দুপুরে কাঁচি দিয়ে ছাত্রদের চুল কেটে দেয়। এ সময় সপ্তম থেকে দশম শ্রেণির প্রায় অর্ধশত ছাত্রের চুল কেটে দেন তিনি। এতে কাঁচির আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী জখম হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা শুরু হয়।

আরও পড়ুন : সরিষা চাষে স্বাবলম্বী নরসিংদীর আরমান মিয়া

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ৩ কার্যদিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড