• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

১ হালি আম ২৫ হাজার টাকায় বিক্রি!

  সারাদেশ ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১
আম বিক্রি
বিক্রেতার হাতে আম তুলে দেওয়া হচ্ছে (ছবি : সংগৃহীত)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১ হালি আম বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ছাতিকামলা পাড় এলাকায়। একটি মসজিদের গাছে এই আম ধরে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় এই এক হালি আম নিলামে বিক্রি করা হয়।

জানা গেছে, ওসমান গনি নামে এক যুবক ধরমন্ডল বাজার থেকে আমের একটি চারা কিনে ওই মসজিদে রোপণ করেছিলেন। রোপণের তিন বছরের মাথায় গাছে মুকুল আসতে শুরু করে। আমও ধরে। একেকটি আমের ওজন প্রায় ৪শ গ্রাম থেকে ৫শ গ্রাম হয়েছে। গাছটিতে বছরে তিনবার আম ধরে। এ বছর শীতে ৬টি আম ধরেছে। এর মধ্যে চারটি আম নিলামে তোলা হয়।

জুমার নামাজে অংশ নিতে আসা প্রায় ২৫০ জন মুসল্লির উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। পরে ২৫ হাজার টাকায় আমগুলো কিনেছেন মো. শাহ আলম মিয়া নামে এক মুসল্লি।

আরও পড়ুন : লালমনি ট্রেন ৩০ মিনিট অবরুদ্ধ

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন জানান, শুনেছি ধরমন্ডল ইউনিয়নে বারোমাসি আম গাছ আছে। তবে চারটি আম ২৫ হাজার টাকায় বিক্রির বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড